সীমিত হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেজ ফরোয়ার্ড ফিচার

১৩ মার্চ, ২০২২ ০০:২৩  
ভুল ও ক্ষতিকর তথ্যের বিস্তার প্রতিরোধে হোয়াটসঅ্যাপের মেসেজ ফরোয়ার্ড ফিচারটি সীমিত করা হচ্ছে। এরই মধ্যে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে এটি প্রয়োগ করা হয়েছে বলে দ্য সানের বরাত দিয়ে জানিয়েছে টেকটাইমস। বর্তমানে বেটা ভার্সনের ব্যবহারকারীরা একটি গ্রুপ চ্যাটে মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন। এর বাইরে কেউ আরও গ্রুপে মেসেজ দিতে চাইলে ব্যবহারকারীদের একটি মেসেজ দেখানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে, যদি কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অন্য গ্রুপে মেসেজ শেয়ার করতে চান তাহলে লেখা কপি করে দ্বিতীয় বা তৃতীয় গ্রুপে শেয়ার করা যাবে। একবার একটি মেসেজ কোনো গ্রুপে ফরোয়ার্ড করা হলে সেটি চিহ্নিত হয়ে যাবে এবং মেসেজটির জন্য ফিচারটি অকার্যকর হয়ে যাবে। ফলে দ্বিতীয়বার আর ফরোয়ার্ড করা যাবে না। এক্ষেত্রে পুনরায় ব্যবহারকারীকে কপি করে আবার অন্য গ্রুপে পোস্ট করতে হবে। ডিবিটেক/বিএমটি